Tuesday, May 27, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ১ম পর্ব )

আসসালামু আলাইকুম।
প্রশ্ন করা হল, কোন ব্রাউজার ব্যবহার করেন...?
উত্তর হবে ফায়ারফক্স, ক্রম ছাড়া আর কি...
তাই আজকে ফায়ারফক্সের কিছু কাজের অ্যাড অন এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি । অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে। বাজি ধরে বলতে পারি অ্যাড অন গুলো আপনাদের কাজে লাগবেই।
  1. TheFoxOnlyBetter
    এই অ্যাড অন টি যারা নতুন আপডেটেড ফায়ারফক্স ব্যবহার করছেন তাদের জন্য অতিব প্রয়োজনীয় হতে পারে। এটি আপনার url bar কে মিনিমাইয ম্যাক্সিমাইজ এর মাধ্যমে ফায়ারফক্সের স্পেস বৃদ্ধি করবে।
  1. Thumbnail Zoom Plus
    এটি অনেক জনপ্রিয় অ্যাড অন। এর মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইটের কোন থাম্বনেইল পিক এর উপর মাউস কারসার নিয়ে গেলে তা জুম হয়ে দেখাবে।
  2. TabScope
    এটিও অনেক জনপ্রিয়। এর মাধ্যমে কোন ট্যাব এর প্রিভিউ ওই ট্যাব উপর মাউস কারসার নিয়ে গেলে দেখাবে, এছাড়া রাইট ক্লিকের মাধ্যমে প্রিভিউ ছোট বড় করতে পারবেন।
  3. Save as PDF
    এটি ইন্সটলের পর উপরে এই অ্যাড অন এর আইকন এ ক্লিক করলে আপনি যেই পেজ এ থাকবেন তা পিডিএফ আকারে ইন্সটল হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাড অন।
  4. LocationBarEnhancer
    এটি আমার পছন্দের একটি অ্যাড অন। এর মাধ্যমে আপনার URL bar এ চমৎকার কিছু ফিচার অ্যাড হবে।

আজকে এই পর্যন্তই। পরের পর্বে আপনাদের জন্য আর ও কিছু কাজের ফায়ারফক্স অ্যাড অন এর পরিচিতি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।
ভাল থাকবেন।

আমার দেখা বেস্ট পিটিসি সাইট... বাজারের সবচেয়ে বেশি পেমেন্টকারি।



আসসালামু আলাইকুম।
ভাল আছেন নিশ্চয় সবাই। আজকে কথা বলব একটা পিটিসি সাইট নিয়ে।
বর্তমানে সবখানে ব্যাঙের ছাতার মত পিটিসি সাইট গজাচ্ছে। কিছু ভুয়া, আর কিছু পেমেন্ট করে।
কিন্তু এইসব পিটিসি সাইটের পেমেন্ট এত জঘন্য যে এগুলাতে কাজ করলে মাস শেষে আপনি হয়ত এক ডলার পেতে পারেন কিন্তু পিসির সামনে অ্যাড এর দিকে তাকায়ে থাকতে থাকতে আপনার মানসিক সমস্যা দেখা দিবে ।
তবুও ভালো পিটিসির জন্য খোজাখুজির ফলে আমি এই সাইটের দেখা পাই। এটি একটি আসল পিটিসি সাইট । বাজারে neobux এর পরেই এর অবস্থান। কিন্তু এরা neobux এর চেয়ে বেশি পেমেন্ট করে। এই সাইটে বর্তমান মেম্বার আমি সহ 3,956,013 জন ।
সাইটের নাম http://ojooo.com
এখানে আপনি প্রতিদিন প্রায় ৩০ টার মত অ্যাড ক্লিক করতে পারবেন। এর মধ্যে কিছু অ্যাড আপনাকে ডিরেক্ট .01$ দিবে। এছাড়া আপনি যদি প্রিমিয়াম মেম্বার হতে পারেন তাহলে আর ও অ্যাড বাড়বে। আর একটি বড় দিক, এই সাইটে আপনি যদি রেফারাল নাও পান তাহলে রেন্ট করতে পারবেন .2$ দিয়ে। এবং এই ডলার আপনার নিজের একাউন্ট অথবা paypal/payza থেকেও দিতে পারবেন যে সুযোগ আপনি Neobux এ পাবেন না।
আর হ্যাঁ, মাত্র 2$ ডলার হলেই আপনি পেপাল, পেযা তে ক্যাশ আউট করতে পারবেন।
তোহ দেরি কেন, ছোট ছোট কাজ করে যদি নেট বিল টা উঠানো যায় তবে মন্দ কি!!!!
সাইট http://ojooo.com

Monday, May 26, 2014

ল্যাপটপ এর ডেডিকেটেড RAEDON গ্রাফিক্স লেটেস্ট ড্রাইভার সমাধান... না দেখলে পুরাই মিস।

আসসালামু আলাইকুম।
বর্তমানে প্রায় সব ল্যাপটপ এ বিশেষ করে HP Probook সিরিজে ডেডিকেটেড RAEDON এর গ্রাফিক্স কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হল, এসব ম্যানুফ্যাকচার রা তাদের অফিসিয়াল ওয়েব সাইট এ লেটেস্ট ড্রাইভার ইনক্লুড করে না । ফলে প্রচুর ভোগান্তিতে পড়তে হয় ।
কিন্তু দুশ্চিন্তার কোন কারন নেই । একটি ডেভেলপার টিম দিন রাত খাটাখাটনি করে ল্যাপটপ এর ডেডিকেটেড গ্রাফিক্স এর জন্য লেটেস্ট INTEL+RAEDON গ্রাফিক্স ড্রাইভার বের করেছে। এবং এই টিম এর ওয়েব সাইট এ প্রতিনিয়ত আপডেটেড ড্রাইভার ইনক্লুড করা হয়।
ওয়েব সাইট টি হল...

http://leshcatlabs.net/


ওয়েব সাইট এ ঢুকে এই ফোরাম এ আপনি লেটেস্ট AMD Catalyst 14.4 WHQL UnifL v1.3 ডাউনলোড করতে পারবেন।

ফোরাম লিঙ্ক 

ধন্যবাদ সবাইকে।

ফিফা 14 অথবা ফিফা 13 এর জয়স্টিক সমাধান, রাইট স্টিক অবশ্যই কাজ করবে...

আসসালামু আলাইকুম।
আজকেও কিছু রেজিস্ট্রির কাজ নিয়ে আসলাম । আমরা যারা FIFA 14 অথবা FIFA13 খেলি তাদের জন্য এই পোষ্ট টি অতিশয় গুরুত্বপূর্ণ । সাধারনত বাজারে যে সব জয়স্টিক কিনতে পাওয়া যায় তাদের কোনটির ই রাইট স্টিক (RS) কাজ করে না। ফলে পেনাল্টি আটকানো অথবা স্কিল কিছুই দেওয়া যায় না। অথচ ছোট্ট একটু ট্রিক্স এর মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

  1. প্রথমে আমার দেওয়া buttonDataSetup.ini ফাইলটি নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করুন ।
    Download
  2. এরপর ডাউনলোড দেওয়া .ini ফাইলটি আপনার উইন্ডোজ এর ডকুমেন্ট ফোল্ডার এর FIFA14  অথবা FIFA13 ফোল্ডার এ পেস্ট করুন।
  3. এখন আপনার উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর এ গিয়ে নিচের কী টি মডিফাই করুন।
    HKEY_CURRENT_USER\System\CurrentControlSet\Control\MediaProperties\PrivateProperties\Joystick\OEM
  4. এখানে আপনি কিছু VID কি দেখতে পাবেন । এর মধ্যে যেকোনো একটিতে আপনার জয়স্টিক এর নাম লেখা থাকবে OEMName এ । 
  5. সেই OEMName এ রাইট ক্লিক করে মডিফাই ক্লিক করুন ।

এরপর edit string বক্স এ value data এর ঘরের জয়স্টিক নামটা ডিলিট করে দিয়ে Logitech Cordless RumblePad 2 এই নামটা অ্যাড করে দিন।


এবং ok দিয়ে বের হয়ে আসুন।

ব্যাস হয়ে গেল। এখন যে কোন জয়স্টিক দিয়ে আরামে FIFA খেলুন।
আজ এ পর্যন্তই।
ধন্যবাদ।

প্রথম ব্লগ ( IDM এর ব্যাকআপ নেওয়ার পদ্ধতি )

 আসসালামু আলাইকুম।প্রথম ব্লগ লেখা শুরু করছি । আমার ব্লগগুলোতে আমি যথাসাধ্য চেষ্ঠা করব আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার । আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখব।

IDM চিনেন না এমন মানুষ বধহয় বাংলাদেশ এ নাই । কিন্তু আইডিএম ইউজ করার সময় আমি যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাববোধ করেছি সেটা হল এর ব্যাকআপ । কখনো কখনো idm এর ডাউনলোড লিস্ট এ অনেক গুরুত্বপূর্ণ ফাইল রেখে পিসি নতুন করে সেটাপ দিতে হয়। সাথে সাথে খোয়া যায় পুরো লিস্ট। আজকে তার ই একটা সমাধান...

আমাদের idm এর ডাওনলোডিং ফাইল গুলো সাধারনত থাকে C:\Users\name\AppData\Roaming\IDM\DwnlData\name এই ডিরেক্টরি তে । appdata ফোল্ডার টা হিডেন থাকে ।
তোহ প্রথমেই DwnlData ফোল্ডার টি কপি করে পিসির অন্য কোথাও রাখুন। এরপর windows এর run মেনু তে গিয়ে regedit লিখে ইন্টার চাপুন। এরপর HKEY_CURRENT_USER\Software\DownloadManager এইখানে গিয়ে downloadmanager এ রাইট ক্লিক করে export করুন ।
কাজ শেষ, এখন যখনই আপনি নতুন করে পিসি সেটাপ দিবেন সিম্পলি আইডিএম ইন্সটল করে আপনার dwnldata folder টা আগের জায়গায় রিপ্লেস করুন এবং সেভ করে রাখা reg ফাইলটি ডাবল ক্লিক করে মারজ করে দিন। দেখবেন আপনার আইডিএম এর পুরো ডাউনলোড লিস্ট চলে এসেছে । আর হ্যা সবচেয়ে বড় সুবিধা হল এভাবে আপনি আপনার অসম্পূর্ণ ডাউনলোড ফাইল ও রিযিউম করতে পারবেন। নিচে সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম।





আজকে এই পর্যন্ত । আর ও জানতে চাইলে ভিজিট করুন আমার ব্লগ
ধন্যবাদ।