Tuesday, May 27, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ১ম পর্ব )

আসসালামু আলাইকুম।
প্রশ্ন করা হল, কোন ব্রাউজার ব্যবহার করেন...?
উত্তর হবে ফায়ারফক্স, ক্রম ছাড়া আর কি...
তাই আজকে ফায়ারফক্সের কিছু কাজের অ্যাড অন এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি । অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে। বাজি ধরে বলতে পারি অ্যাড অন গুলো আপনাদের কাজে লাগবেই।
  1. TheFoxOnlyBetter
    এই অ্যাড অন টি যারা নতুন আপডেটেড ফায়ারফক্স ব্যবহার করছেন তাদের জন্য অতিব প্রয়োজনীয় হতে পারে। এটি আপনার url bar কে মিনিমাইয ম্যাক্সিমাইজ এর মাধ্যমে ফায়ারফক্সের স্পেস বৃদ্ধি করবে।
  1. Thumbnail Zoom Plus
    এটি অনেক জনপ্রিয় অ্যাড অন। এর মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইটের কোন থাম্বনেইল পিক এর উপর মাউস কারসার নিয়ে গেলে তা জুম হয়ে দেখাবে।
  2. TabScope
    এটিও অনেক জনপ্রিয়। এর মাধ্যমে কোন ট্যাব এর প্রিভিউ ওই ট্যাব উপর মাউস কারসার নিয়ে গেলে দেখাবে, এছাড়া রাইট ক্লিকের মাধ্যমে প্রিভিউ ছোট বড় করতে পারবেন।
  3. Save as PDF
    এটি ইন্সটলের পর উপরে এই অ্যাড অন এর আইকন এ ক্লিক করলে আপনি যেই পেজ এ থাকবেন তা পিডিএফ আকারে ইন্সটল হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাড অন।
  4. LocationBarEnhancer
    এটি আমার পছন্দের একটি অ্যাড অন। এর মাধ্যমে আপনার URL bar এ চমৎকার কিছু ফিচার অ্যাড হবে।

আজকে এই পর্যন্তই। পরের পর্বে আপনাদের জন্য আর ও কিছু কাজের ফায়ারফক্স অ্যাড অন এর পরিচিতি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।
ভাল থাকবেন।

1 comment:

  1. Your Affiliate Profit Machine is ready -

    And making money with it is as simple as 1 . 2 . 3!

    Here is how it all works...

    STEP 1. Input into the system what affiliate products the system will push
    STEP 2. Add some PUSH BUTTON TRAFFIC (this LITERALLY takes 2 minutes)
    STEP 3. Watch the system grow your list and sell your affiliate products all on it's own!

    Are you ready to make money ONLINE?

    The solution is right here

    ReplyDelete