Monday, June 9, 2014

বিট কয়েন উপার্জনের যত উপায়......না দেখাটা ভুল হবে।

আসসালামু আলাইকুম।

আমি বিটকয়েন নিয়ে প্রথম লেখা লিখছি। কিছুদিন ধরে বিভিন্ন ওয়েব সাইট ঘাটাঘাটির ফসল এই লেখা। এখানে আমি এমন কিছু সাইটের সাথে আপনাদের কে পরিচিত করে দিব যে সব সাইট আপনাকে কোন পরিশ্রম করতে দিবে না বিটকয়েন উপার্জনের জন্য :D । আশা করি আপনাদের উপকারে আসবে।

1 BTC = 654.62$ = 50,717.91 BDT



বিটকয়েনঃ
        বিট কয়েন কি, এটি কিভাবে কাজ করে এ সম্পর্কে আপনারা অনেকেই ভালোভাবে জেনে ফেলেছেন। এ সম্পর্কে পিসি হেল্পলাইন বিডি তে অনেক গুলো লেখা পোস্টিতো হয়েছে। তবুও একটু হালকা করে বলতে হলে বলা যায়, বিট কয়েন হল একটি অনলাইন কারেন্সি সিস্টেমের মুদ্রা। এই কারেন্সি সিস্টেম কে ক্রিপ্টোকারেন্সি বলে। একে দেখা অথবা ছোঁয়া যায় না। এটি তৈরি হয় অনলাইন এ , এবং ব্যবহারিতও হয় অনলাইন এ ডিজিটাল মাধ্যমে। বিটকয়েন পুরোপুরি আমাদের দ্বারাই নিয়ন্ত্রিত, এটি কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনি নিজেই অনলাইন থেকে এটি রোজগার করতে পারবেন।

বিটকয়েন সম্পর্কিত কিছু এককঃ
  • 1MBTC = 1000000 BTC
  • 1uBTC = 0.00000 BTC
  • mBTC = 0.001 BTC
  • 1 satoshi = 0.00000001 BTC


বিটকয়েন এর যে কয়টি মাধ্যম আমি জানি তা হল, মাইনিং (mining) এবং কল (faucets) মাইনিং এ আপনার নির্দিষ্ট একটি বিটকয়েনের অংশ আপনাকে ইউজ করতে হবে। বর্তমানে এটি অনেক হার্ড একটি প্রসেস বিটকয়েন আর্ন করার জন্য।


আর দ্বিতীয় টি হল সবচেয়ে সহজলভ্য উপায় যা বর্তমানে আমাদের মত ইউজার কে বিনামুল্যে বিটকয়েন আর্ন করার সুযোগ দেয়। তবে এটি কতদিন থাকবে তা বলা মুশকিল। আমরা যে http://freebitco.in ইউজ করি তা এই প্রসেসের ই অংশ। এরকম আর ও অনেক সাইট আছে যারা পিটিসি অথবা ক্যাপচা পুরন অথবা কোন কিছু না করেই শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই আপনাকে বিটকয়েন আর্ন করতে দিবে। নিচে আমি তা উল্লেখ করব।

বিটকয়েন আর্ন এর জন্য আপনাকে একটি নিজস্ব বিটকয়েন অ্যাড্রেসের অধিকারি হতে হবে। এটি অ্যাকাউন্ট নাম্বার এর মত সবখানে কাজে লাগবে এবং এই অ্যাড্রেস এই আপনার সমস্ত বিটকয়েন জমা হবে।

আপনি খুব সহজেই https://coinbase.com থেকে এই অ্যাড্রেস টি পেতে পারেন এবং আপনাকে এই অ্যাড্রেস টি যত্ন সহকারে সংরক্ষিত করে রাখতে হবে। কিভাবে এটি পাবেন তা পিসি হেল্পলাইন বিডি তে আগে অন্যান্য পোস্টে দেখানো হয়েছে। তবুও আমি সংক্ষেপে বলছি,

প্রথমে https://coinbase.com এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে,

তারপর setting > bitcoin address > new bitcoin address এ ক্লিক করতে হবে। তখন আপনাকে একটি বিটকয়েন অ্যাড্রেস দেওয়া হবে যা আপনার পরবর্তী সকল লেনদেনে কাজ এ লাগবে।



আমার পোস্টের এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ। এই অংশে আমি কিছু সাইট নিয়ে কথা বলব যেসব সাইট থেকে আপনারা অনায়াসে বিটকয়েন আর্ন করতে পারবেন।


  1. http://freebitco.in
    এই সাইট সম্পর্কে আগে পিসি হেল্পলাইন বিডি তে পোস্ট দেওয়া হয়েছে। এটি একটি Faucet জাতীয় সাইট। এখান থেকে আপনাকে প্রতি ঘন্টায় একটি করে ক্যাপচা দেওয়া হবে। ক্যাপচা ঠিকঠাক মত পুরন করলে আপনি  সাইটে রেজিস্ট্রেশন এর সময় স্রেফ আপনার বিটকয়েন অ্যাড্রেস লাগবে। এখানে আপনি প্রতিবার ক্যাপচা পুরন করলে ফ্রি প্লে তে3.2 - 320 000 uBTC আর্ন করতে পারবেন। এছাড়া অন্যান্য উপায়ে কয়েন বৃদ্ধি করতে পারবেন, তবে এখন সুধুমাত্র ফ্রিপ্লে করাই ভাল এখান থেকে আপনি 54.6 ubtc হলে কয়েন উইথড্র করতে পারবেন। আর কয়েন উইথড্র করলে কয়েন সরাসরি আপনার coinbase অ্যাকাউন্ট এ যুক্ত হবে।
  2. FAUCET.BITCOINZEBRA.COM
    এই সাইট টি আর একটি FAUCET ভিত্তিক সাইট । এখান থেকেও আপনি কোন পরিশ্রম ছাড়া প্রতি ঘণ্টায় ক্যাপচা পুরন করে বিটকয়েন আর্ন করতে পারবেন। তবে এই সাইট টি একটু মজার। এখানে রেজিস্ট্রেশন বলতে কিছু নেই। আপনাকে স্রেফ আপনার বিটকয়েন অ্যাড্রেস দিয়ে জেব্রা কে খাবার খাওয়াতে হবে। হে হে, অবাক হলেন ? কিন্তু ব্যপারটা আসলে ওরকম ই। স্ক্রিনশট দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এখানে বিটকয়েন  SATOSHI তে আর্ন হবে। একবার জেব্রা কে খাওয়ালে 100-1000 SATOSHI আর্ন করতে পারবেন।মানে প্রতি দিনে সর্বোচ্চ  24000 SATOSHI আর্ন করা সম্ভব। আর এখান থেকে সপ্তাহের প্রতি রবিবার বিটকয়েন আপনার COINBASE অ্যাকাউন্ট এ যুক্ত হবে, যদি আপনার বিটকয়েন 5500 SATOSHI হয়।
    এটি একটি প্রুভড সাইট।




  3. QuinPro.com

    এটি এমন একটি সাইট যেখানে আপনাকে কিছুই করতে হবে বিটকয়েন আর্ন করার জন্য, না ক্যাপচা, না অন্য কিছু, স্রেফ রেজিস্ট্রেশন। আর কিছুই না। সাইটে রেজিস্ট্রেশন এর জন্য মেইল আইডি আর বিটকয়েন আইডি লাগবে। আর একবার রেজিস্ট্রেশন করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট বিটকয়েন জমা হতে থাকবে। এই সাইটের আর একটি মজার জিনিশ হল, এটি শুধুমাত্র বিট কয়েন জমা করবে না বরং ক্রিপ্টোকারেন্সির অন্যান্য সকল কয়েন ই আর্ন করতে পারবেন এখান থেকে। আর একটি কথা, এখানে সাইন আপ করলেই আপনি 2.5 uBTC, 76.72uLTC, 6048.39 uFTC, 97.85 TIPS এবং 5.69 IFC বোনাস পাবেন। আর আপনি 0.0001500 BTC হলেই উইথড্র করতে পারবেন।
  4. Coinad.comএটি একটি বিটকয়েন ভিত্তিক পিটিসি সাইট। অন্যান্য পিটিসি সাইটের মত এখানেও আপনি অ্যাড ক্লিক করে বিটকয়েন আর্ন করতে পারবেন। রেজিস্ট্রেসনের জন্য আপনাকে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিতে হবে। এর জন্য মিনিমাম ক্যাশ আউট লিমিট 0.15 mBTC.
  5. http://btcclicks.com
    এটিও একটি পিটিসি সাইট বিটকয়েনের জন্য। এখানকার উইথড্র লিমিট 0.001 BTC. এখানে প্রচুর পরিমানে অ্যাড থাকে। আর আপনি রেফারাল রেন্ট করতে পারবেন।
  6. http://click2dad.net
    এটি আর একটি পিটিসি বিটকয়েন ভিত্তিক। এখানেও আপনি প্রচুর অ্যাড ভিজিট করতে পারবেন এবং 0.2mBTC হলেই কয়েন উইথড্র করতে পারবেন।
বিটকয়েন আর্নের জন্য faucet ভিত্তিক আর ও অনেক সাইট আছে যারা আসলে পেমেন্ট করে। পর্যায়ক্রমে আমি সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

এবার আসি পেমেন্ট পাওয়ার ব্যপার স্যপার নিয়ে। বিটকয়েনের বিভিন্ন সাইট থেকে আপনি যত কয়েন আর্ন করবেন তা আপনার বিটকয়েন আইডি তে মানে coinbase এ জমা হবে। আর আপনি সেখান থেকে খুব সহজেই বাংলাদেশের অনলাইন ব্যাঙ্কে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন।
এবং তার জন্য আপনাকে https://goldux.com এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে । অ্যাকাউন্ট যথারীতি আপনার ই মেইল আই ডি দিয়ে খুলে কনফার্ম করে নিতে হবে । এখান থেকে আপনি আপনার পেযা, ওকে পে অথবা ইগো পে তে কয়েন এর সমপরিমান ডলার ট্রান্সফার করতে পারবেন। Goldux এ লগ ইন করে নিচের স্ক্রিনশট  গুলো অনুসরন করুন।











উপরের দ্বিতীয় স্ক্রিনশট এর বিটকয়েন এর জায়গায় আপনার কাঙ্খিত বিটকয়েন যেটি আপনি coinbase থেকে পেযা তে ট্রান্সফার করতে চান তা লিখতে হবে। এই ধাপ শেষে goldux আপনাকে একটি আলাদা বিটকয়েন অ্যাড্রেস দিবে যেখানে আপনার Coinbase অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রান্সফার 'করতে হবে। এটি Goldux এর নিজস্ব বিটকয়েন আইডি।

এরপর আপনার Coinbase অ্যাকাউন্ট এ লগ ইন করে সেন্ড মানি তে ক্লিক করলে





একটি ডায়ালগ বক্স আসবে নিচের মত।



তোহ কাজ শেষ। এরপর আপনার পে যা অ্যাকাউন্ট এ ডলার জমা হয়ে যাবে। এবং সেখান থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার এর মাধ্যমে যে কোন অনলাইন ব্যাঙ্ক এ টাকা পাঠাতে পারবেন।

এ সম্পর্কিত পিসি হেল্পলাইন বিডিতে প্রকাশিত আব্দুল্লাহ ভাইয়ের পোস্ট টি আপনারা দেখতে পারেন 


এই পোস্টে যে সব লিঙ্ক ব্যবহার করা হয়েছে, সেগুলো রেফারাল লিঙ্ক। আপনারা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা নাও পারেন। কিন্তু মনে রাখা উচিত রেফারাল লিঙ্ক ইউজ করলে আপনার কোন ক্ষতি নেই, বরং এতে অন্যের উপকার হতে পারে। তাই আমি অনুরোধ করব রেফারাল লিঙ্ক ইউজ করার জন্য।

ধন্যবাদ।
আজকে এই পর্যন্তই।
আমার ব্লগ।
আর হ্যা, আমি একটি পিটিসি তে কাজ করি যারা অনেক ভাল পেমেন্ট দেয়। আপনাদের আগ্রহ থাকলে এখানে ছোট ছোট কাজ করে মাঝারি মানের উপার্জন করতে পারেন।
http://ojooo.com

Thursday, June 5, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ২য় পর্ব )

আসসালামু আলাইকুম।

আজকে অ্যাডঅন সম্পর্কিত ২য় পোস্ট করছি। আগের লেখায় আমি কিছু ফায়ারফক্স অ্যাডঅনের সাথে পরিচিত করিয়ে দিয়েছি আপনাদেরকে। আজকেও সেরকম ই একটা প্রচেষ্টা। অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে।
  1. Firefox Environment Backup Extension (FEBE) : এই অ্যাডঅন টি ফায়ারফক্সের সবচেয়ে কাজের অ্যাডঅনের মধ্যে একটা। এর মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের সমস্ত ইউজার ডাটা ব্যাকআপ রাখতে পারবেন সিম্পল কয়েকটি ক্লিকের দ্বারা । আর ইচ্ছা করলে আপনি আপনার ইন্সটল করা সকল অ্যাডঅনের ও ব্যাকআপ রাখতে পারবেন। তবে লেটেস্ট রিলিজ কিছু বাগ যুক্ত । আমার রিকমেন্ড থাকবে পুরনো ভারসন ব্যবহার করার। এই অ্যাডঅন টির লেটেস্ট রিলিজ পাওয়া যাবে এই লিঙ্ক থেকে http://softwarebychuck.com/febe/febe.html#latest । এছাড়া ফায়ারফক্সের ওয়েব সাইট থেকেও এটি ইন্সটল করতে পারবেন। ( লিঙ্ক নামের মধ্যে :) )


  2. MultiFox : আপনি যদি বলেন এই অ্যাড অন টি আপনার দরকার নাই তাহলে বুঝব আপনি একজন সৎ মানুষ, আর আপনার কোন ফেইক ফেসবুক আইডি নাই :P । এই অ্যাডঅন টি এক ই সাথে এক ই ব্রাউজার এ একাধিক ফেবু বা জিমেইল বা অন্য কোন একাউন্ট খোলার বা চালানোর পথ করে দেয়। আপনাকে শুধু অ্যাড অন টি ইন্সটল করে যে কোন ট্যাব রাইট ক্লিক করে "open in a new identity profile" লেখাটির শরীরে ছোঁয়া দিতে হবে।


  3. AdblockPlus : এটি ব্রাউজার কে সকল ধরনের অ্যাড থেকে দূরে রাখবে। যারা পিটিসি তে কাজ করেন তাদের জন্য এটি কাজের হতে পারে। কারন এই অ্যাডঅন টি থাকলে অনেক অ্যাডের পেইজ লোড হবে না ফলে নেট বাঁচবে। কিন্তু কিছু পিটিসি আছে যারা adblockplus ডিটেক্ট করতে পারে যেমন নিওবাক্স ( non recommended ptc site ). তবে এই অ্যাড অনের একটাই সমস্যা, একটু বেশি ই র‍্যাম খায়।


  4. Awesome-screenshot-capture : স্ক্রিনশট নেওয়ার যত গুলো অ্যাড অন আছে , আমার কাছে এটি ই বেষ্ট মনে হয়েছে। এর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে তা আবার ভালমত ইডিট করতে পারবেন।


  5. Scroll To Top : এই অ্যাড অন টি আপনি যেই পেইজ এ ব্রাউজ করছেন তার ডানদিকে নিচের কোনায় একটি সুদৃশ্য স্ক্রল মেনু যোগ করবে। ফলে এটি দিয়ে আপনি ডিরেক্ট পেইজ এর শেষ অথবা শুরুর প্রান্ততে যেতে পারবেন। কাজের অ্যাড অন।



  6. X-thunder : আর একটি কাজের অ্যাড অন xthunder. এটি আপনার ডাউনলোড ম্যানেজারের মধ্যে সমন্বয়কারি হিসেবে ইউজ হবে। বুঝলেন না ? আপনি যদি একাধিক ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন তাহলে কোন ফাইল ডাউনলোডের সময় এই অ্যাড অন টি আপনাকে আপনার পছন্দের ডাওলোড ম্যানেজার সিলেক্ট করার সুযোগ দিবে। এটি একটি ফাইভ স্টার রেটিং পাওয়া অ্যাড অন।

আজকে এই পর্যন্তই থাক । এর পরের পোস্ট (শেষ পর্ব) এ আবার কিছু অসাম অ্যাড অন এবং তাদের কাজ নিয়ে বলব। বোনাস হিসেবে থাকছে কিছু ট্রিক্স :)
ধন্যবাদ।

আর হ্যা, আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন।
আর যদি পিটিসি কাজে আগ্রহ থাকে এখানে যোগ দেওয়ার অনুরোধ করব । বর্তমান বাজারে সম্ভবত এটিই সবচেয়ে ভাল পিটিসি।
ojoo.com