Monday, May 26, 2014

ফিফা 14 অথবা ফিফা 13 এর জয়স্টিক সমাধান, রাইট স্টিক অবশ্যই কাজ করবে...

আসসালামু আলাইকুম।
আজকেও কিছু রেজিস্ট্রির কাজ নিয়ে আসলাম । আমরা যারা FIFA 14 অথবা FIFA13 খেলি তাদের জন্য এই পোষ্ট টি অতিশয় গুরুত্বপূর্ণ । সাধারনত বাজারে যে সব জয়স্টিক কিনতে পাওয়া যায় তাদের কোনটির ই রাইট স্টিক (RS) কাজ করে না। ফলে পেনাল্টি আটকানো অথবা স্কিল কিছুই দেওয়া যায় না। অথচ ছোট্ট একটু ট্রিক্স এর মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

  1. প্রথমে আমার দেওয়া buttonDataSetup.ini ফাইলটি নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করুন ।
    Download
  2. এরপর ডাউনলোড দেওয়া .ini ফাইলটি আপনার উইন্ডোজ এর ডকুমেন্ট ফোল্ডার এর FIFA14  অথবা FIFA13 ফোল্ডার এ পেস্ট করুন।
  3. এখন আপনার উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর এ গিয়ে নিচের কী টি মডিফাই করুন।
    HKEY_CURRENT_USER\System\CurrentControlSet\Control\MediaProperties\PrivateProperties\Joystick\OEM
  4. এখানে আপনি কিছু VID কি দেখতে পাবেন । এর মধ্যে যেকোনো একটিতে আপনার জয়স্টিক এর নাম লেখা থাকবে OEMName এ । 
  5. সেই OEMName এ রাইট ক্লিক করে মডিফাই ক্লিক করুন ।

এরপর edit string বক্স এ value data এর ঘরের জয়স্টিক নামটা ডিলিট করে দিয়ে Logitech Cordless RumblePad 2 এই নামটা অ্যাড করে দিন।


এবং ok দিয়ে বের হয়ে আসুন।

ব্যাস হয়ে গেল। এখন যে কোন জয়স্টিক দিয়ে আরামে FIFA খেলুন।
আজ এ পর্যন্তই।
ধন্যবাদ।

No comments:

Post a Comment