Wednesday, July 16, 2014

পিটিসি দিয়ে কী আসলেই উপার্জন সম্ভব ? প্রশ্নের উত্তর এই মেগা টিউন এ। (দরকারি পোস্ট)

আসসালামু আলাইকুম।
প্রথমেই বলে নেই, আমার এই টিউনটিকে
  • কখনই ফ্রিল্যাঞ্চিং এর বিকল্প হিসেবে মনে করা করা যাবে না। 
  • আবার রাতারাতি কাড়িকাড়ি টাকা তৈরি করার কোন মেশিনের ম্যানুয়াল ও ভাবা যাবে না। 
  • বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার কোন শর্টকাট পথ হিসেবে চিন্তা করা যাবে না।
সবাই আশা করি ভাল আছেন। কথাগুলো বলার কারন, আমি এখন খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে লিখব। 

পিটিসি শব্দটা শুনলেই কেমন জানি একটা খটকা খটকা ভাব চলে আসে মনে। এইটা পুরোপুরি স্বাভাবিক। আমার ও আসত। আর বলতে গেলে কি, এখন ও আসে। তাহলে কেন আমি পিটিসি নিয়ে টিউন করছি ? কারন, আমি গত কয়েক মাস ধরে এই পিটিসির পিছনে প্রচুর সময় এবং পরিশ্রম ব্যয় করেছি। বিভিন্ন ব্লগ, বিভিন্ন ওয়েব সাইট, ই-বুক ইত্যাদি ঘাটাঘাটি করে আমি যেই ফলাফল এ দাড়াতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।

হ্যা!! পিটিসি দিয়েও উপার্জন সম্ভব। মোটামুটি ভাল মানেরই উপার্জন সম্ভব। কিন্তু পরিশ্রম না করে, কিংবা ধৈর্যর বাটি শুরুতেই খালি করে কখনই নয়।
আজকে এখানে এই বিষয়ে লেখার একমাত্র কারন আমার হাতে আসা ojooo.com থেকে প্রথম পেমেন্ট। যা কিনা আমি মনে করেছিলাম কখনই পাব না। পেমেন্ট টি আমার পেপাল অ্যাকাউন্ট এ জমা হওয়ার সাথে সাথে আমি সিদ্ধান্ত নেই এ ব্যাপারে আপনাদের কে জানাব।

Ojooo.com নিয়ে আমি প্রথম এখানেই টিউন করি।

আমার দেখা বেস্ট পিটিসি সাইট... বাজারের সবচেয়ে বেশি পেমেন্টকারি।

কারন শতশত পিটিসি সাইটের মধ্যে আমার এই সাইটটিকে ট্রাস্টেড মনে হয়েছিল। এবং সেখানে আমি কাজ শুরু করি। এরা প্রতিদিন পর্যাপ্ত পরিমান অ্যাড ভিজিট করতে দেয়। অ্যাড গুলোর ভ্যালু ও মোটামুটি ভাল। এরপর আমি অ্যাড থেকে উপার্জিত ডলার দিয়ে রেফারাল রেন্ট করি যাঁদের কাজের কিছু অংশ আমি পাব। পরবর্তীতে আমি কিছু ডিরেক্ট রেফারাল এর ও সহযোগিতা পাই। এরপর আমি লক্ষ্য করি আমার ডলার উপার্জনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমি প্রথমেই ডলার উইথড্র না করে আর ও রেফারাল রেন্ট করি।
এত কিছুর পর গত একমাস আগে আমি আমার প্রথম ডলার উইথড্র করি। এবং ojooo আমাকে এর বিশ পঁচিশ দিনের মধ্যে ২ ডলার পেমেন্ট করে। এখন আমার প্রতি ডলার উপার্জন করতে ৩ থেকে ৪ দিন সময় লাগে।

আমার পেমেন্ট প্রুফ। এখানে কোন প্রকার কারচুপি কিংবা ইডিটিং এর সহায়তা নেওয়া হয় নি। যদি আপনাদের তা মনে হয় তাহলে ধন্যবাদ এখানেই।



এখানে আসলে ২ ডলার বড় কথা না। আমি জানি অনলাইন উপার্জনের জগতে এটা খুবই নগন্য। কিন্তু আমি এখন জানি কিভাবে পিটিসি তে কাজ করতে  হয়। কিভাবে ট্রাস্টেড সাইট চিনতে হয়। আর আপনারাও এর মাধ্যমে একটা ট্রাস্টেড সাইট চিনলেন। আমি আশা করি আপনাদের দোয়া এবং আমার রেফারালদের সহযোগিতায় আমি খুব সহজেই আমার উপার্জন বাড়তে পারব।

এতক্ষন শুধু সেলফিশের মত নিজের কথা বলে গেলাম। এখন আপনাদের জন্য পিটিসি তে ভাল করার কিছু টিপস।
  • প্রথমেই আপনাদের কে ট্রাস্টেড পিটিসি সাইট চিনতে হবে। যারা মোটামুটি ভাল সময় ধরে অনলাইন এ ব্যবসা করছে।
  • মনে রাখবেন শুধুমাত্র ট্রাস্টেড পিটিসি সাইট গুলোই আপনাকে সঠিক সময়ে সঠিক পেমেন্ট করবে। অন্য সকল সাইট শুভঙ্করের ফাঁকি।
  • একসাথে তিন চারটি সাইটে কাজ শুরু করতে হবে। আর প্রতিদিনের অ্যাড প্রতিদিন ভিজিট করতে হবে।
  • প্রথম দিকে নিজের উপার্জিত ডলারের দিকে তাকালে চলবে না। কারন সুধুমাত্র আপনি নিজে কাজ করে ডলার আয় কখনই বাড়াতে পারবেন না। গ্যারান্টেড...
  • পিটিসি তে রেফারালগন ই মূল শক্তি। তাই আপনাকে আপনার কাজের প্রচার করতে হবে। তবে মনে রাখবেন আপনার রেফারাল বাড়ানোর জন্য মিথ্যা প্রচার প্রচারনা চালালে আল্টিমেটলি ধরাটা আপনিই খাবেন। মানুষ এখন অত বোকা না যে, আপনি প্রুফ ছাড়া কিছু বললেন আর সবাই তা বিশ্বাস করে নিল।
  • আজকাল ডিরেক্ট রেফারাল পাওয়া খুবই দুস্কর, তাই প্রথম উপার্জিত ডলার উইথড্র না করে রেফারাল রেন্ট করতে হবে।
  • প্রতিটি সাইটেই রেফারাল রেন্ট করার সুবিধা থাকে। যেখানে আপনি .২ ডলার দিয়েই রেফারাল রেন্ট করতে পারবেন এক মাসের জন্য।
  • রেন্ট কৃত সকল রেফারাল যে আপনার খুব উপকারে আসবে তা গ্যারান্টি সহকারে বলা যায় না। তাই যে সকল রেফারাল প্রতিদিন ক্লিক করবে তাঁদের অটোপে এনাবল করে দিতে হবে। এ ব্যপারে আপনি কাজ শুরু করলে নিজেই বুঝতে পারবেন। সব সাইট ই রেফারাল এর প্রতিটি ক্লিক এর স্ট্যাটিস্টিক্স আপনাকে প্রদান করবে।
  • সর্বোপরি কখনই ধৈর্য হারালে চলবে না। মনে রাখবেন, যে কোন ব্যাপারে সাফল্য কখনো একবারে আসে না।
  • কোন সাইটেই ইন্সট্যান্ট পেমেন্ট বলতে কিছু নাই। সব সাইট ই ৩ থেকে ৪ সপ্তাহ সময় নিবে পেমেন্ট করার জন্য। যেসব সাইট ইন্সট্যান্ট পেমেন্ট এর কথা বলে সবই ভাঁওতাবাজি।
  • আপনারা ইচ্ছা করলে নিজের ডলার ইনভেস্ট করে অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারেন। ট্রাস্টেড পিটিসি সাইটে অ্যাকাউন্ট আপগ্রেড করা ঝুঁকিপূর্ণ নয়। আর তাছাড়া, বেশি পরিমান উপার্জনের জন্য অ্যাকাউন্ট আপগ্রেডেশন জরুরি।
  • একবার কোন সাইটে কাজ শুরু করলে তা ছাড়া উচিত না।
আমি আপনাদের সুবিধার জন্য কিছু ট্রাস্টেড সাইটের লিঙ্ক এবং ব্যানার নিচে দিয়ে দিলাম। এই সবগুলো সাইটে আমি নিয়মিত কাজ করি। এবং এখন পর্যন্ত সুধুমাত্র Ojooo থেকেই পেমেন্ট
পেয়েছি। ইনশা আল্লাহ অন্য গুলো থেকেও পাব আশা করি আপনাদের সহযোগিতা সাথে থাকলে।
  1. wad.ojooo.com
    এখানে আপনি .2$ দিয়ে রেফারাল ক্রয় করতে পারবেন। প্রতিদিন ২০ থেকে ৩০ টি অ্যাড থাকবে। আর আপনি প্রথমে ২ এবং পরবর্তীতে ৬ ডলার হলেই পেপাল বা পেজা তে ক্যাশ আউট করতে পারবেন। ট্রাস্টেড পিটিসি।
  2. Fusebux.com
    এখানেও একই নিয়মে .২ ডলার দিয়ে রেফারাল রেন্ট করতে পারবেন। তবে এখানে অ্যাড সংখ্যা বেশি। এর মধ্যে .01$ এর চারটি অ্যাড থাকবে। পেমেন্ট উইথড্র করতে পারবেন 4$ হলেই।


  3. Neobux.com
    সবচেয়ে বেশি ট্রাস্টেড। প্রায় ৬ বছর ধরে এরা মার্কেটে। আর এ কারনেই হয়তবা এদের অ্যাড থেকে একটু কম ডলার পাওয়া যায়। ২ ডলার হলেই উইথড্র করতে পারবেন পেপাল, পেজা অথবা নেটলার এ।
  4. Probux.com
    সম্পূর্ণ ফিউজবাক্স এর ন্যায়। ট্রাস্টেড সাইট।
সত্য কথা বলতে, এরকম কিছু সাইট থেকে যদি অন্তুতপক্ষে নেট বিলটা উঠে আসে তাহলে লাভ আমাদের ই। তাছাড়া পিটিসি সাইটে কাজ করতে বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না। যা আমাদের মত স্কুল, কলেজ কিংবা ভার্সিটি পড়ুয়া ছাত্রদের জন্য সহায়ক। যেটা দিতে হয় সেটা হল, প্রচুর পরিমান ধৈর্য।

এখানে যে সব লিঙ্ক দেওয়া হয়েছে সেগুলো রেফারাল লিঙ্ক। আপনাদের ইচ্ছা হলে এটাতে ক্লিক করতে পারেন অথবা না ইচ্ছা হলে নাও ক্লিক করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখা ভাল যে রেফারাল লিঙ্ক ব্যবহার করলে আপনার কোন ক্ষতি নেই। বরং এতে অন্যের উপকার হতে পারে। তাই আমি অনুরোধ করব রেফারাল লিঙ্ক ব্যবহার করার জন্য।

আমার লেখা বিটকয়েন নিয়ে মেগা পোস্ট।
বিটকয়েন উপার্জনের যত উপায়......না দেখলে সম্ভবত ভুল করবেন।

আজকে এ পর্যন্তই। ভাল থাকবেন।
পরিশ্রম করে আপনাদের জন্য পোস্ট করা, তাই ভাল মন্দ মন্তব্য আশা করছি।
ধন্যবাদ।
আমার ব্লগ 

Saturday, July 5, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন… বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( শেষ পর্ব )

আসসালামু আলাইকুম।
আজকে অ্যাডঅন সম্পর্কিত শেষ পোস্ট করছি। কিছু কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারনে নতুন পোস্ট করতে পারিনি। আগের পোস্টগুলোতে আপনাদের পজিটিভ রিস্পন্সের জন্য ধন্যবাদ।

এ সম্পর্কিত আমার আগের লেখাগুলো
  
আজকেও যথারীতি ফায়ারফক্সের কিছু অ্যাডঅন সম্পর্কে বলব। আশা করি আপনাদের কাজে লাগবে।
অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া হয়েছে

  1. Flash Video Downloader - YouTube Full HD Download:

    এটি মূলত একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার। কিন্তু এটি বিশেষ ভাবে উল্লেখ করার কারন হল এটি শুধুমাত্র ইউটিউব থেকে নয় বরং যে কোন ওয়েবপেজ থেকে ফ্লাশ ভিডিও ডাউনলোড করতে পারে। আর এর মাধ্যমে আপনি ভিডিও লিঙ্ক কপি করে ওই ভিডিওটি আইডিএমের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। কোন পেইজ এ ফ্লাশ ভিডিও বিদ্যমান থাকলে এটি আপনাকে এরকম চিহ্নের মাধ্যমে দেখাবে, যেখানে ক্লিক করলে আপনি ভিডিও ডাউনলোড সহ লিঙ্ক কপি করতে পারবেন।


  2. Flashblock:

    এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাডঅন। এটি যে কোন পেইজের ফ্লাশ কন্টেন্ট অটোমেটিকালি চালু না করে তার উপর একটি এক্সট্রা বাটন অ্যাড করবে। আপনি চাইলে ফ্লাশ কন্টেন্ট অন করতে পারবেন অথবা বন্ধ রাখতে পারবেন। ইউটিউব এর জন্য এটি একটি কার্যকারী অ্যাডঅন। কারন ইউটিউব এ নতুন ভিডিও পেইজ ওপেন করলে ভিডিও অটোমেটিকালি চলতে থাকে। এই অ্যাড অনের মাধ্যমে আপনি সেটি নিয়ন্ত্রন করতে পারবেন।

  3. Disable Add-on Compatibility Checks

    এটি আপনাকে সকল অ্যাড অনের দ্বার খুলে দিবে। হুম, এই অ্যাড অন থাকলে আপনি মজিলার অফিশিয়াল সাইট থেকে সব ধরনের অ্যাড অন ইন্সটল করার সুযোগ পাবেন সেগুলো আপনার ব্রাউজার ভারসন compatible না হলেও।
  4. Greasemonkey
    এটি একটি জাভাস্ক্রিপ্ট বেস অ্যাড অন। এর মাধ্যমে আপনি আপনার ব্রাউজার এ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি বিভিন্ন স্ক্রিপ ইন্সটল করতে পারবেন। আর ইউজারস্ক্রিপ্টের জন্য http://userscripts.org:8080 এই সাইট টি অনন্য একটি সাইট।
  5. Rainbow Color Tools

    এই অ্যাড অন টি ওয়েব ডিজাইনার বা ব্লগার দের জন্য অনেক হেল্পফুল হতে পারে। এর মাধ্যমে আপনি ওয়েব পেইজ এর যে কোন কালার এর কালার কোড দেখতে পারবেন এবং সাথে সাথে তা কপি পেস্ট ও করতে পারবেন।

  6. All-in-One Sidebar
    এটি আপনার ফায়ারফক্সের সাইডে একটি বার তৈরি করবে যেখান থেকে আপনি খুব সহজেই হিস্টরি, অ্যাড অন, থিম ইত্যাদি অনেক কিছু হ্যান্ডেল করতে পারবেন।
  7. IDM CC
    সবশেষে আমার আপনার সবার পরিচিত আইডিএম এর অ্যাড অন। এই অ্যাড অনের যে কত রকমের কাজ আছে তা বলে শেষ করা যাবে না। আইডিএম ইন্সটলের সাথে সাথেই এটি স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়। আপনার ফায়ারফক্স এ যদি কোন কারনে এটি ইন্সটল না হয় তবে এভাবে ম্যানুয়ালি ইন্সটল করতে পারেন।

    আপনার ফায়ারফক্স এর অ্যাড অন ট্যাব এ গিয়ে,

এখানে ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি আইডিএম যে ফোল্ডার  এ ইন্সটল করেছেন তা দেখিয়ে দিতে হবে। এবং ওই ফোল্ডার এ idmmzcc.xpi নামের ফাইলটি সিলেক্ট করে দিতে হবে।




ব্যস কাজ শেষ।

idmcc এর একটা কাজ শেয়ার করি।
আপনি ইচ্ছা করলে উপরে যত অ্যাড অন সম্পর্কে বললাম সবগুলো ফায়ারফক্সে ডিরেক্ট ইন্সটল না করে আইডিএমের মাধ্যমে করতে পারেন।
আপনি যে অ্যাড অন টি ইন্সটল করতে চাচ্ছেন সেখানে Add to firefox লেখাটির উপর রাইট ক্লিক করে Download with IDM এ ক্লিক করলেই আপনার অ্যাড অন টি ( name.xpi ) আইডিএম এর মাধ্যমে ডাউনলোড হবে। এরপর উপরে লেখা নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলে অ্যাড অন টি ম্যানুয়ালি ফায়ারফক্স এ ইন্সটল করতে পারবেন।

বিটকয়েন নিয়ে আমার মেগা পোস্ট
বিটকয়েন উপার্জনের যত উপায়……না দেখলে সম্ভবত ভুল করবেন।


ধন্যবাদ সবাইকে।
ব্লগে আমি।
আর পিটিসি তে আগ্রহ থাকলে এই সাইট দুইটাতে ছোট খাট কাজ করতে পারেন। এরা ভাল পেমেন্ট করে।
  1. fusebux


  2. Ojooo